বিপিএলে নতুন ঠিকানায় যাচ্ছেন সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আগে সাকিব আল হাসানকে দলে ভেড়াল চিটাগাং কিংস।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিজেদের ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে তারা লিখেছে, ‘একজন কিংবদন্তি স্কোয়াডে যোগদান করেছে। সাকিব আল হাসানকে স্বাগত জানাই রাজ্যে।’ এর আগে তারা দলে নিয়েছে জাতীয় দলের পেসার শরিফুল ইসলামকেও।
কদিন আগেই তারা তারকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে চমক উপহার দিয়ে চলেছে চট্টগ্রাম কিংস। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। নিশ্চিত হয়েছে হায়দার আলী, উসমান খানের খেলায়।
এবারের টুর্নামেন্টও অংশ নিবে ৭টি ফ্র্যাঞ্চাইজি। তবে পরিবর্তন এসেছে তিনটি দলে। গত বিপিএলের পরই জানা গিয়েছিল এবারের আসরে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের পরিবর্তে বিপিএলে ফিরছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দলটির নাম রাখা হয়েছে দুর্বার রাজশাহী।
এছাড়া ঢাকা ও চট্টগ্রামের মালিকানায় পরিবর্তন এসেছে। ১১তম আসরের ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন চিত্রনায়ক শাকিব খানের রিমার্ক অ্যান্ড হারল্যান্ড কোম্পানি এবং তাদের সঙ্গে রয়েছেন ওয়ালটন গ্রুপ।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারোতম আসর।