বিনোদনসাহিত্য ও বিনোদন

শাকিবের এক পুত্রের জন্মদিনে আরেক পুত্রের শুভেচ্ছা

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে শেহজাদ খান বীর।

সামাজিক মাধ্যম ফেসবুকে বুবলীর পেইজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।

বুবলীর পোস্ট করা ওই ভিডিওর নিচে একজন লিখেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বীর বাবা। বুবলি আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আর আপনার পরিবারকে, যারা আল্লাহর রহমতে আপনাকে ভদ্রতা, সামাজিকতা শিখিয়েছে।অন্যকে সন্মান শ্রদ্ধা করা সবার আসে না, সবাইকে আল্লাহতাআলা দেয় না, আলহামদুলিল্লাহ। এর নামই শিক্ষা। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রেখে, অন্যকে বুঝতে না দিয়ে মানুষকে ছোটো না করে ভালো ব্যবহার দিয়ে সমাজকে সুন্দর করা যায়। জাজাকাল্লাহ খয়রান বীর বাবা তোমার জন্য ও তোমার মায়ের জন্য।

গতকাল শুক্রবার জয়ের জন্মদিন ছিল। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন শাকিব-অপু পুত্র।

Related Articles

Leave a Reply

Back to top button