খেলা

দ্বিতীয় দিনেও বৃষ্টির হানা, খেলা নিয়ে সংশয়

বৃষ্টির কারণে কানপুর টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচও নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। আদৌ এদিন খেলা হবে কিনা সেটা নিয়েও আছে সংশয়।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় হালকা বৃষ্টি রয়েছে। পুরো মাঠ কাভার দিয়ে ঢাকা। দুই দলই মাঠে পৌঁছালেও গা গরম করার সুযোগ নেই কারো। ডাগআউটে বসে আলাপচারিতায় সময় কাটাচ্ছেন তারা।

পূর্বাভাস বলছে, সারাদিন ধরেই চলতে পারে এই বৃষ্টি। বিকেলের দিকে রয়েছে ঝড়ের সম্ভাবনাও। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হতে পারে আলোকস্বল্পতাও। অন্যদিকে, মাঠের ড্রেনেজ সিস্টেমও খুব একটা ভালো নয়। তাই খেলা মাঠে গড়ানোর বিষয়ে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই।

এর আগে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে টস হেরে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ। ৪০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক। মুশফিক অপরাজিত আছেন ৬ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই বেশ নাজুক ছিলেন জাকির হাসান। ২৪ বল খেলে কোনো রানই করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ইনিংসের নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন টাইগার ওপেনার।

জাকিরের বিদায়ের পর স্কোরকার্ডে ৩ রান যুক্ত হতেই ফেরেন সাদমান ইসলাম। তাকেও ফেরান আকাশ দীপ। ৩৬ বলে ২৪ রান করে আউট হন সাদমান। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন শান্ত। তবে মধ্যাহ্ণবিরতির পরপর ৩১ রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন শান্ত।

Related Articles

Leave a Reply

Back to top button