জাতীয়

পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সিনিয়র  অ্যাডভাইজর অ্যাডিমন জেনটিং এবং বাংলাদেশে এডিবির নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জেয়ং।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়োংবো নিং এবং কান্ট্রি ইকোনোমিস্ট চন্দন সাপকোতা উপস্থিত ছিলেন।
এ সময় এডিবি প্রতিনিধিদল বাংলাদেশে তাদের চলমান প্রকল্পসমূহ এবং অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পসমূহ সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টাকে অবহিত করেন। উভয় পক্ষ প্রকল্প ব্যয় ও বাস্তবায়নের সময় কমিয়ে আনতে একমত পোষণ করেন।
পরিকল্পনা উপদেষ্টা প্রতিনিধিদলকে জানান অর্থনৈতিক উন্নয়নের কৌশল পুনঃনির্ধারণ এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এডিবি প্রতিনিধিদল টাস্ক ফোর্সসহ যে কোনো বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বলে জানায়।

Related Articles

Leave a Reply

Back to top button