সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
উখিয়ায় রাজা পালং ইউনিয়ন পরিষদের মেম্বার সালাহ উদ্দিন দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে সিলেট বিমানবন্দরে র্যাবের হাতে আটক হয়েছেন।
র্যাব ১৫ এর পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। র্যাবের পক্ষ থেকে বলা হয়, টেকনাফের ইয়াবা সম্রাট বদির মাদ’ক ব্যবসার ক্যাশিয়ার ইয়াবা গডফাদার সালাউদ্দিন মেম্বার দেশ থেকে পলায়নকালে সিলেট বিমানবন্দরে র্যাব কর্তৃক গ্রেফতার হন।
আটক সালাহ উদ্দিন মেম্বার রাজা পালং গ্রামের জাফর আলম ড্রাইভারের পুত্র।
তিনি রাজা পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন। এর বদৌলতে রাজা পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।