খেলা

হাসপাতালে শরিফুল

ভারতের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে বোলিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। নিউইয়র্কে ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। ভারতের ব্যাটিংয়ের ২০তম ওভারে বল করতে এসেই আঘাত পান শরিফুল। হার্দিক পান্ডিয়ার একটি শট ঠেকাতে গিয়ে আঙুলে আঘাত পান তিনি। এরপরই মাঠ ছেড়ে যান এই পেসার।
আঘাত পেয়ে মাঠ ছাড়লেও শরিফুলের আঘাত ঠিক কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শরিফুল ইসলামের সবশেষ অবস্থা নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে, আশা করি সুস্থ হয়ে দ্রুত ব্যাক করবে। বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে সবাই উত্তেজিত। সবারই শান্ত থাকা এবং পারফর্ম করা দরকার।’
গেল কয়েক বছর ধরে বাংলাদেশ দলের পেসাররা বল হাতে নিয়মিত ভালো বোলিং করে চলেছেন। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শঙ্কা জেগেছে টাইগার পেসারদের নিয়ে। গেল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন তাসকিন আহমেদ। অবশ্য বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শুরুর আগেই টাইগার পেসারের সেরে ওঠার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button