খেলা

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বাফুফের ক্যাম্পের ৬ নারী ফুটবলার

নানা প্রতিবন্ধকতার মাঝেও মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাফুফের ক্যাম্পে থাকা ৬ নারী ফুটবলার। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ চলতে থাকায় এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় চ্যালেঞ্জে পড়তে হয়েছিল তাদের। পরীক্ষার জন্য উপস্থিত থাকতে পারেননি সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশের পর বাধভাঙ্গা উল্লাসে মাতোয়ারা সারা দেশের এসএসসি শিক্ষার্থীরা। সেই আনন্দ ছুঁয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনও। ফল প্রকাশের পর উচ্ছ্বসিত ঐশী খাতুন, রুমা আক্তার ও ওমেলা মারমারা। ১০ বছরের কষ্টের ফল হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা তারা।

চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন বাফুফের ক্যাম্পে থাকা ৬ নারী ফুটবলার। প্রত্যেকেই পেয়েছেন সাফল্যের দেখা। মাঠের খেলার মতো লেখাপড়ায়ও তুখোড় এই নারীরা। ঐশী ও ওমেলা পেয়েছেন এ, বাকিদের ফলাফল জিপিএ চারের নিচে। রাত জেগে পড়া স্বার্থক হয়েছে বলে জানান তারা। ক্যাম্পে থাকা বাকি ফুটবলাররা জানিয়েছেন অভিনন্দন।

Related Articles

Leave a Reply

Back to top button