জেলার খবর

সিরাজগঞ্জের ৩ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রিয়াজ, খলিলুর ও আমিনুল নির্বাচিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ রিয়াজ উদ্দিন, খলিলুর রহমান সিরাজী ও ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তিন উপজেলায় ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে (অনুষ্ঠানিকভাবে) ফলাফল ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।

মোহাম্মদ রিয়াজ উদ্দিন আনারস প্রতীক নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিপুল বিজয় অর্জন করেছেন।

তিনি ৪৭,৮০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ ইউসুফ জুয়েল, যিনি কালি ও কলম নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি পেয়েছেন ৪৩৯৮৪ ভোট।’

কাজিপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী আনারস প্রতীক নিয়ে কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪৫,১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম, যিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, পেয়েছেন ২৭,৬৮৪ ভোট।

অপরদিকে বেলকুচি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার ৫৪ হাজার ৮৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান, যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন ৪৯৩৫৭ ভোট।’

Related Articles

Leave a Reply

Back to top button