জেলার খবরফিচারশুক্রবারের বিশেষ

রংপুরে মোগল সম্রাজ্ঞী শহীদ লাল বিবির নাম হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে

কালের বিবর্তনে হারিয়ে গেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও যুদ্ধের নেতৃত্ব দেওয়া মুঘোল সেনাপতি লাল বিবির নাম। তাকে পরিচয় করে দেয়ার জন্য, নেই কোনো ছবি। শুধু আছে, রংপুরে অবহেলা আর অযত্নে পরে থাকা তার সমাধি।  আজ নিউজ নাউ বাংলার বিশেষ আয়োজনে থাকছে, ইতিহাসের ধুলায় ঢেকে যাওয়া শাহজাদী লাল বিবির সন্মান ও বীরত্বের তথ্য।
কে এই লাল বিবি ? :
মুঘোল সম্রাট দ্বিতীয় শাহ-আলম ( রাজত্বকাল ১৭৬০-১৮০৬) এর আপন চাচাতো ভাই ও ভগ্নিপতি নবাব নুরউদ্দিন বাকের মুহাম্মাদ জং । ওনার দুই পুত্র দুই কন্যা। ছেলেদের নাম কামাল উদ্দিন মোহাম্মাদ আর জামাল উদ্দিন মোহাম্মাদ, আর দুই কন্যার নাম শাহজাদী লাল বিবি আর শাহজাদী চাঁদবিবি। মুঘোল পরিবারের সবথেকে বেশি টাকা পয়সার মালিক ছিলেন এই নবাব নুরউদ্দিন বাকের মুহাম্মাদ জং । ওনার কন্যা শাহজাদী লাল বিবির বিবাহ হয়, মুঘোল সম্রাট দ্বিতীয় আকবরের সাথে যার রাজত্বকাল ১৮০৬-১৮৩৭ সাল। সম্রাট দ্বিতীয় আকবর ও শাহজাদী লালবিবির ঘরে জন্ম নেয়, শেষ মুঘোল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
অর্থাৎ সংক্ষেপে বললে শাহজাদী লালবিবি হচ্ছেন শেষ মুঘোল সম্রাট ২য় বাহাদুরশাহ জাফরের মা। রংপুরের লালবাগ হাট ওনার নামেই নামকরন করা হয়েছিলো।
রনক্ষেত্র বর্ননাঃ
লালবিবির পিতার মতো তিনি নিজেও ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতাকামী একজন মানুষ। এই সংগ্রাম সচল রাখার জন্য ফকির সন্যাসী বিদ্রোহে সরাসরি নেতৃত্বদান সহ বিদ্রোহী প্রজাদের পাশে থেকেছেন মৃত্যুর আগ মুহুর্ত অবধি।
তার পিতা ছিলেন ফকির সন্যাসী আন্দলনের একজন অগ্রগন্য নায়ক।যদিও তার অবদানকে বহু বছর গোপন রাখার চেস্টা করেছিলো ব্রিটিশরা, এছাড়াও নানারকম ভুল ইতিহাস প্রচার করা হয়েছিলো তার সম্পর্কে। ১৭৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারী বর্তমান লালমনিরহাট জেলার মোগলহাটে ইংরেজদের হামলার শিকার হয়ে আহত হন শাহজাদী লাল বিবির পিতা নবাব নুরউদ্দিন বাকের মুহাম্মাদ জং । এবং রঙপুরের মিঠাপুকুরের ফুলচৌকি, নিজ গ্রামে ফেরত আসার পর তার মৃত্যু হয়। পিতার এই অকাল মৃত্যু, ঔপনিবেশিক অন্যায়ের বিরোধীতা থেকে শাহজাদী তার পিতার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এবং এভাবে একজন ব্রিটিশবিরোধী দেশপ্রেমিক নারীর ভূমিকায় তাকে দেখা যায়।
ব্রিটিশরা শাহজাদীর ব্রিটিশবিরোধী ভুমিকার কথা ভালোভাবেই জানতো । এবং তারা সুযোগ খুজতো পিতার মতো তাকেও মেরে ফেলার।
১৮৩২-৩৪ সালে বর্তমান রঙপুরের মিঠাপুকুরের ফুলচৌকি গ্রামে একটা আলোচনায় অংশ নেওয়ার জন্য বাবার বাড়িতে এসেছিলেন শাহজাদী লালবিবি। উদ্দেশ্য সফল হলে হয়তো রংপুর অঞ্চলটি ছেড়ে ব্রিটিশদের পালাতে হতো। অবশ্য পুনরায় হামলা করে পুনরুদ্ধারের চেস্টা করতো ব্রিটিশরা। কিন্তু শাহজাদী লালবিবির ইচ্ছা ছিলো রংপুর অঞ্চলকে ব্রিটিশ মুক্ত করা।
উদ্দেশ্য সফল করার জন্য তার সাথে যো্গ দেয়, রাজা ভবানী পাঠাক, ব্রিটিশবিরোধী আন্দলনের নেতা মরিচানন্দ গিরিধর ও তাদের বাহিনী।
যেভাবে শহীদ হলেন শাহজাদী লালবিবিঃ
ব্রিটিশরা যতোপরিমান কুটকৌশল এবং অন্যায়ের আশ্রয় নিয়ে ভারত বর্ষ দখল ও শাষন করেছে। এই কৌশলগুলো সেই আমলের ভারতীয়দের দৃষ্টিতে ঘৃন্য ও কাপুরুষতম কাজ হিসেবে অভিহিত ছিলো।
এছাড়াও দেশি বিশ্বাসঘাতক বেইমানদের সাথে ব্রিটিশদের সখ্যতার ঘাটতিও ছিলোনা। সকল গুরুত্বপুর্ন যুদ্ধ যেমন পলাশী, অযোধ্যার রানীর যুদ্ধের মতো এই ইতিহাসেও কয়েকজন বিশ্বাস ঘাতক গোপনে ব্রিটিশদের নিকট জানিয়ে দেয়, শাহজাদী লালবিবির যুদ্ধের গোপন সংবাদ। সেই বেইমানদের নাম আমি জানি না, তবে অনেক ইতিহাসবিদ বলেন, টাট্টি শেখ খয়রুদ্দি ও লাহিড়ি নামের দুই লোক ছিলো বিশ্বাসঘাতক।
যাইহোক, শাহজাদী লাল বিবি ও তার সেনাদলের তৎপরতায় ব্রিটিশরা যখন রংপুরে কোনঠাসা সেইরকম একটা অবস্থায়, রংপুরের মাহিগঞ্জের তামপাট এলাকায় যাচ্ছিলেন শাহজাদী লাল বিবি। উদ্দেশ্য সেখানে গনসংযোগ, যুদ্ধ প্রস্তুতি।
কিন্তু পথের মধ্যে আগে থেকে ওৎপেতে থাকা ক্যাপ্টেন ব্রেনানের নেতৃত্বে ব্রিটিশ সেনারা কোনো প্রকার পুর্ব সতর্কবার্তা প্রদান ছাড়াই অন্ধকার থেকে গুলি করে শাহজাদী লালবিবির সেনাবাহিনির উপর। সে আমলে যুদ্ধের নিয়ম ছিলো যে , শত্রুতা থাকা সত্বেও কাউকে কারন ছাড়া গোপনে হামলা করতে পারবেনা। কিন্তু সামনা সামনি কোনোভাবে সফল হতে না পেরে অন্ধকার পথে আড়াল থেকে গুলি করে শাহজাদী লালবিবি, রাজা ভবানী পাঠককে তাৎক্ষনিক মৃত্যু নিশ্চিত করে কুটিল ব্রিটিশরা।
আর এভাবেই রংপুরের পরাধীনতা নিশ্চিত করেছিলো ব্রিটিশরা।
যেখানে শাহজাদী লাল বিবিকে হত্যা করা হয়, সে জায়গাটি বর্তমানে সমর দিঘী নামে পরিচিত। তাঁর কবরও রয়েছে সেখানে। তাঁর কবর ঘেঁষেই রয়েছে সমর দীঘিটি, যদিও দীঘিটি মজে গেছে অনেকখানি। শাহজাদী লাল বিবির কবরটি দেখে প্রথম দর্শনে পুরানো ভাঙা ইটের স্তূপ মনে করে ভুল হতে পারে। সমাধীটি অযত্ন অবহেলায় বিলীন হয়ে যেতে পারে যেকোনো সময়। কিন্তু এখনও ভাঙা ইটের স্তুপ স্বাক্ষি দেয় শাহজাদী লাল বিবির বীরত্বের , যিনি মুঘোল হেরেমের বিলাশিতার চাইতে রংপুরের মানুষদের স্বাধীনতাকে গুরুত্বপুর্ন ভেবেছিলেন।
তথ্য : সংগৃহিত

Related Articles

Leave a Reply

Back to top button