শিক্ষা

শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েই স্মার্ট সিটিজেন গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

শুধুমাত্র বইপত্র বা প্রাতিষ্ঠানিক শিক্ষা ওপর নির্ভর করে স্মার্ট সিটিজেন গড়ে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্কাউট দিবস উপলক্ষে বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, স্কাউটিংয়ে শিক্ষা মন্ত্রণালয় সার্বিক সহায়তা করবে। শিক্ষার্থীরা স্কাউটিংয়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।স্মার্ট সিটিজেন গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে নওফেল বলেন, ‘শুধুমাত্র পাঠ্যপুস্তকের ওপর নির্ভর করে স্মার্ট সিটিজেন গড়ে তোলা সম্ভব নয়। এই জন্য সন্তানদের স্কাউটিংয়ে পাঠাতে অভিভাবকদের আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, আমরা এমন একটা মানসিকতা তৈরি করেছি, মার্ক না দিলে মূল্যায়ন করি না। তবে নতুন শিক্ষাক্রমে এর ভিন্নতা রয়েছে।

নতুন শিক্ষাক্রমের মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্মকে চতুর্থ বিপ্লবের জন্য গড়ে তোলার প্রচেষ্টা করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button