অর্থ বাণিজ্য
প্রগ্রেসিভ লাইফের নতুন সিইও মুহাম্মদ সাইদুল আমিন
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ সাইদুল আমিন।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সিইও হিসেবে মুহাম্মদ সাইদুল আমিনকে অনুমোদন দিয়েছে।
গত ১৪ মার্চ থেকে তার নিয়োগ কার্যকর করা হয়েছে। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৬ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা।