অর্থ বাণিজ্য

চলতি বছর চ্যালেঞ্জেরে মুখে পড়বে বিশ্ব অর্থনীতি

বিশ্ব অর্থনীতিতে এবার নতুন সতর্কতা দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ বলছে, চলতি বছরে নির্বাচনের চাপে পড়বে বিশ্ব অর্থনীতি। সোমবার (১৫ জানুয়ারি) শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। সম্মেলনে যোগ দেওয়ার আগে এ হুশিয়ারি দিলেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি।
জর্জিয়েভা বলেছেন, এ বছর প্রায় ৭৮টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারত থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত বিশ্বের বহু দেশে কোটি কোটি মানুষ এ বছর নির্বাচনে ভোট দেবেন। বিভিন্ন দেশ নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছে। জনসমর্থন নিশ্চিত করতে সরকারগুলোর ওপর ব্যয় বৃদ্ধির সম্ভাব্য চাপ রয়েছে।
জর্জিয়েভা আরও বলেছেন, আইএমএফের উদ্বেগ, সারা বিশ্বের বিভিন্ন সরকার চলতি বছর নির্বাচনে প্রচুর অর্থ ব্যয় করছে। কিন্তু মুদ্রাস্ফীতি কমাতে খুব বেশি বাজেট বরাদ্দ করছে না। যদি আর্থিক নীতি কঠোর হয়, কিন্তু রাজস্ব নীতি প্রসারিত করা হয়, তাহলে মুদ্রাস্ফীতি কমানোর লক্ষ্যে এই পদক্ষেপটি কার্যকর হবে না।
আইএমএফ প্রধান বলেন, এর ফলে দীর্ঘ সময়ের জন্য অর্থনৈতিক সংকটে ভুগতে পারি। তবে পরিস্থিতি শিথিল করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার ২২ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে ধরে রেখেছে।
এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ৫ দিনের এ সম্মেলন ঘিরে আইএমএফ প্রধান বলেন, চলতি বছর নির্বাচনের জন্য প্রস্তুত দেশগুলো বিশ্বের অর্থনীতিতে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করবে।
আইএমএফের নতুন একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে, জর্জিয়েভা সতর্ক করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সারা বিশ্বে চাকরির নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে।
তিনি বলেছেন, এআই উন্নত অর্থনীতির ৬০ শতাংশ চাকরিকে প্রভাবিত করবে। পাশাপাশি বিশ্বব্যাপী প্রভাবিত করবে প্রায় ৪০ শতাংশ চাকরিকে। তবে উন্নয়নশীল দেশগুলোতে এআই কম প্রভাব ফেলবে বলে ধারণা করছেন তিনি। ফলে এই প্রযুক্তি দেশগুলোর মধ্যে বৈষম্যকে আরও বাড়াবে।

Related Articles

Leave a Reply

Back to top button