কেরানিগঞ্জে মেরী স্টোপস মেটারনিটি হাসপাতালের কার্যক্রম উদ্বোধন
কেরানীগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় মেরী স্টোপস মেটারনিটি হাসপাতাল আধুনিকায়ন ও মেরী স্টোপস ফার্মার উদ্বোধন করা হয়েছে।
বর্তমানে প্রতিষ্ঠানটি ২৮টি জেলায় ৬টি মেটারনিটি হাসপাতালসহ ৪০টি ক্লিনিকের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে।
রোববার (১৪ জানুয়ারি) বিকেলে মেরী স্টোপস মেটারনিটি হাসপাতাল আধুনিকায়ন ও মেরী স্টোপস ফার্মার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিশওয়ার ইমদাদ।
তিনি বলেন, মেরী স্টোপস বাংলাদেশ ইউকে ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এএসআই রিপ্রোডাক্টিভ চয়েজ এর একটি সহযোগী প্রতিষ্ঠান। বিশ্বের ৩৭টি দেশে কার্যক্রম রয়েছে। সেবাগ্রহীতাগনকে আরও উন্নত পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে মেরী স্টোপস এগিয়ে চলছে। রাজধানীর সন্নিকটে কেরানীগঞ্জে কদমতলীতে নতুনরূপে চালু করলো মেরী স্টোপস মেটারনিটি হাসপাতাল। এই হাসপাতালে থাকছে সুপরিসর বহি:র্বিভাগ, আধুনিক অপারেশন থিয়েটার, মানসম্মত ডায়াগনস্টিক ফ্যাসিলিটি, প্রশিক্ষিত ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত আধুনিক ফার্মেসি ইত্যাদি সুযোগ সুবিধা।
এসময় আরও বক্তব্য রাখেন, মেরী স্টোপস ডিরেক্টর (করপোরেট সার্ভিস) জাহিদ হোসেন আনসারি, ম্যানেজার ক্লিনিক অপারেশন উজ্জ্বল কুমার কুন্ডু ও ম্যানেজার মো. সবুজ মিয়া সহ প্রমূখ।