দীর্ঘ ২৩ বছর পর মন্ত্রীত্ব পাওয়ায় আনন্দে ভাসছে ভৈরববাসী
ভৈরব,কিশোরগঞ্জ থেকে মেহেদী হাসান:
কিশোরগঞ্জ ৬ আসনে দীর্ঘ ২৩ বছর পরে আবারও মন্ত্রীত্ব পেলো ভৈরব কুলিয়ারচরবাসী।
এই খবরে গতকাল শুক্রবার সকাল থেকে সারাদিন আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজিতে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসিত ভৈরববাসী।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। সে সময় তিনি স্থানীয় সরকার পল্লীউন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন। আবার ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এম এম রহুল আমিন তাকে বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান।
পরে এই আসন থেকে তার পুত্র নাজমুল হাসান পাপন নির্বাচন করছেন গত চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
নাজমুল হাসান পাপন এবার যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন, তাই ভৈরব ও কুলিয়ারচরের মানুষ আনন্দে উল্লাসিত। গতকাল রাত থেকেই শহরের বিভিন্ন স্পটে আতশবাজিতে মেতে উঠেছে।
এদিকে, আবার আরেকটি মহল বলছে পাপন সাহেব আরও বড় কিছু পাবার আশায় ছিলেন তারা।