নতুন মন্ত্রীদের আপ্যায়নে থাকছে যেসব মেন্যু
বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতার বড় মেয়ে ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ৩৭ সদস্যের মন্ত্রিসভা নিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছেন।
মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান উপলক্ষে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আয়োজনে রাখা হয়েছে নানা খাবারের মেন্যু। প্রায় এক হাজারেরও বেশি অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের জন্য আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে বঙ্গভবনের অনুষ্ঠানে। রাষ্ট্রপতি কার্যালয়ের খাবারের তালিকা থেকে জানা গেছে, বরাবরের মতো এবারও বৈচিত্র্য আনা হয়েছে খাদ্যতালিকায়।
এ ব্যাপারে সংবাদ সংস্থা ইউএনবিকে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, মাংস ও সবজিজাতীয় খাবারে এবার প্রাধান্য বেশি দেয়া হয়েছে। পাশাপাশি রকমারি ফলের ব্যবস্থা করা হয়েছে। খাবার হিসেবে থাকবে চিকেন শাশলিক, মাটন শিক কাবাব, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। আরও থাকবে বয়েল্ড ভেজিটেবলসের সঙ্গে মাশরুম, পনির সমুচা ও স্পাই।
রাষ্ট্রপতির প্রেস সচিব আরও বলেন, আয়োজনে মিষ্টিজাতীয় খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।
পাটিসাপটা পিঠার সঙ্গে থাকছে মিষ্টি-বাকলাভা। আরও থাকছে আপেল, কমলা, আঙুর দিয়ে সাজানো ফলের ঝুড়ি। বঙ্গভবনের সবুজ লনে শামিয়ানার নিচে রয়েছে চা-কফি।