জাতীয়
নতুন মন্ত্রীদের জন্য ৪০ গাড়ি প্রস্তুত
আগামীকাল ১১ জানুয়ারি শপথ নেবেন নতুন মন্ত্রিপরিষদ সদস্যরা। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিন সন্ধ্যা ৭টায় শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
আর মন্ত্রিপরিষদের শপথের পর মন্ত্রীরা পাবেন পতাকাবাহী গাড়ি। এজন্য ৪০টি গাড়ি প্রস্তুত রেখেছে পরিবহন পুল।
এসব গাড়ির মধ্যে রয়েছে কেম্ব্রি ও ল্যান্সার মডেলের পুরোনো গাড়ি। মন্ত্রীরা পাবেন কেম্ব্রি ২৮টি, বাকি ১২টি লেন্সার পাবেন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা।
এর আগে, গত মন্ত্রীপরিষদ সদস্যদের কাছ থেকে ৩৭টি গাড়ি ফেরত নেওয়া হয়েছে। আগের দিন (৯ জানুয়ারি) প্রয়োজনীয় গাড়ি প্রস্তুতের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রসঙ্গত, গত মন্ত্রিসভা গঠনের সময়ও ৪০টি গাড়ি দিয়েছিল পরিবহন পুল।