জাতীয়সাহিত্য ও বিনোদন
বিজয়ী শেখ হাসিনাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সোমবার (৮ জানুয়ারি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহ্কাম উল্লাহ্ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন।
বিবৃতিতে তার দক্ষ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রশংসা করে আগামীতে তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।