ভোট পরিস্থিতি দেখতে কেন্দ্রে কেন্দ্রে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
নাজনীন লাকী, সিনিয়র রিপোর্টার : রোববার ভোটের দিন পরিস্থিতি দেখতে সকালেই ভোটকেন্দ্রে হাজির হন কমনওয়েলথ পর্যবেক্ষক দল। তাদের দেখে ভোটাররা ‘শুভসকাল’ বলে স্বাগত জানান। পর্যবেক্ষকরাও সেই স্বাগত বার্তায় সাড়া দেন।
দ্বাদশ জাতীয় সংসদের ভোটের পরিস্থিতি দেখতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন বিদেশি পর্যবেক্ষকরা। রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর ভিকারুননিসা নূন কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন চীন, মরিশাস ও উজবেকিস্তানের পাঁচ পর্যবেক্ষক।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন যুক্তরাষ্ট্র, নরওয়ে ও অস্ট্রেলিয়ার তিন জনের একটি দল। ফিলিস্তিনের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখে দেশটির পর্যবেক্ষক দল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক আর ৫৯ জন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী।