জাতীয়

ট্রেনে আগুন দাতাদের খুঁজে বের করা হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজধানী গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যারা আগুন দিয়েছেন, তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি একথা জানান।

আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আনিসুল হক বলেন, ‘এই অগ্নি সহিংসতা যারা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘এই অগ্নি সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

এই মর্মান্তিক ঘটনায় আইনমন্ত্রী আজ এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে যশোরের বেনাপোল থেকে শুক্রবার দুপুর ১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বেনাপোল এক্সপ্রেস। কমলাপুরে ঢাকা রেলস্টেশনে পৌঁছানোর ঠিক আগে, গোপীবাগে রাত ৯টা ৪৫ মিনিটে ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় র‍্যাব-পুলিশ-আনসার ও বিজিবি।

Related Articles

Leave a Reply

Back to top button