জাতীয়

নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চেয়েছে ওআইসি

মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিনিধিরা নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চেয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে ওআইসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ওআইসি প্রতিনিধিরা নির্বাচনের বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন। এরমধ্যে রয়েছে আমাদের প্রস্তুতি কেমন, নির্বাচনে কী ধরনের পরিবেশ বিরাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেমন মোতায়েন হয়েছে। ভোটারদের মনের শঙ্কা দূর করার জন্য কী ধরনের প্রস্তুতি রয়েছে। এসব বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে যে বিষয়গুলো জানতে চেয়েছেন আমরা সেগুলো জানিয়েছি। আমাদের প্রস্তুতিতে সন্তুষ্ট তারা।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, নিরাপত্তা নিয়ে জানতে চেয়েছেন তারা। আমরা জানিয়েছি কোনো শঙ্কা নেই। আমাদেরও কোনো শঙ্কা নেই। খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button