খেলা
ওয়ানডেকে বিদায় বললেন ওয়ার্নার
বছরের প্রথম দিনেই বড় দুঃসংবাদ পেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ভক্তরা। আগেভাগেই জানিয়েছেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের মধ্য দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ার শেষ করবেন ডেভিড ওয়ার্নার। তবে কদিন আগেই বিশ্বকাপ জেতা এই তারকা যে একদিনের ক্রিকেট থেকেও অবসর নেবেন তা ধারণা করেননি কেউই।
ওয়ার্নার জানিয়েছেন, সাদা পোশাকের মতো রঙিন পোশাকের ক্রিকেটকেও বিদায় জানাচ্ছেন তিনি।
সোমবার (১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ওয়ার্নার ওয়ানডে থেকে বিদায় নেয়ার কথা নিশ্চিত করেন। বলেন, আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারব। আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে।
তবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেও সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন তিনি। ওয়ার্নার জানান, যদি তার ফর্ম থাকে এবং অস্ট্রেলিয়া দলের যদি তাকে প্রয়োজন হয় তাহলে তিনি আসন্ন টুর্নামেন্টে তিনি খেলতে পারেন বলেও জানিয়েছেন।