খেলা
প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩১০ রান
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে আজ (২৮ নভেম্বর) মাঠে নামে বাংলাদেশ। সিলেটে কিউইদের বিপক্ষে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের শুরুতেই দুই ওপেনার মিলে ভালো শুরুই এনে দিয়েছিলেন। প্রথম দুই সেশনে দাপটের সঙ্গে খেললেও তৃতীয় সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। উইকেটে থিতু হয়েও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৮৬ রানে মাঠ ছাড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়। শেষ বিকেলে কিউই স্পিনারদের ঘূর্ণিতে উইকেট বিলিয়ে দিয়ে ১ উইকেট হাতে রেখে ৩১০ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
দলীয় ১৮০ রানে ২ উইকেট থেকে ৪ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে যায়। দুই সেট ব্যাটার মুমিনুল হক ওপেনার জয় ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। মিডেল অর্ডারে কেউই দীর্ঘ সময় ধরে ক্রিজে টিকে থাকতে পারেনি। গেল ফিলিপসের স্পিন জাদুতে উইকেট হারাতে থাকে লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত দিনের আরো ৫ ওভার রেখেই খেলা শেষ হয়ে যায়।
প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে বাংলাদেশের প্রাপ্তি অলআউট না হওয়া। তাইজুল ও শরিফুল শেষ উইকেট জুটিতে ২০ রান যোজ্ঞ করে অপরাজিত থেকে দিন শেষ করেন। প্রথম দিন শেষে ৯ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩১০ রান। কিউইদের হয়ে ৪ উইকেট নেন ফিলিপস।