বিনোদন

বরিশাল-৩ আসনে মনোনয়ন ফরম কিনলেন রুবেল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ঢাকাই সিনেমার নায়ক মাসুম পারভেজ রুবেল। সোমবার (২০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। বরিশাল-৩ আসন থেকে তিনি মনোনয়ন ফরম তুলেছেন বলে জানা গেছে।
মনোনয়ন ফরম তোলার পর তিনি বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই জয় বাংলা স্লোগান দিয়ে আসছি। অভিনয় জগতের অন্যান্যদের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগের।’
শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি বিক্রি করা হয়। ফলে দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button