আন্তর্জাতিক
ইসরায়েলে যাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই জানিয়েছেন, চলতি বছরের ১০ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সফর করবেন। সোমবার (২০ নভেম্বর) ভোররাতে এক রেডিও সাক্ষাৎকারে হ্যাভিয়ের মিলেই এ কথা বলেন।
আনাদোলু এজেন্সির এক খবরে বলা হয়েছে, তিনি প্রথমে যাবেন যুক্তরাষ্ট্র। সেখানে তিনি তার বন্ধুদের সঙ্গে দেখা করতে মিয়ামি ও নিউ ইয়র্ক ভ্রমণ করবেন। মিলেই বলেন, নিউইয়র্ক থেকে আমি ইসরায়েল যাব। আমরা এরই মধ্যে আর্জেন্টিনায় ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি।
এর আগে আর্জেন্টিনার নির্বাচানে জয় লাভের জন্য হ্যাভিয়ার মিলেইকে অভিনন্দন জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং জেরুজালেমে আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন করতে তাকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানান তিনি।