বিনোদন
তিশাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট রোশানের

কিছুদিন আগে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার আত্নহত্যার চেষ্টা বা অসুস্থতা নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় অভিনেত্রী মুঠোফোনে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে মেজাজ হারিয়ে সাংবাদিকদের নানা ধরনের কথা বলেন।
সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি, আইনের আওতায় আনা,চাকরিচ্যুত করাসহ সর্বোচ্চ ক্ষমতা দেখাবেন বলে জানান এই অভিনেত্রী। তারপর তার এ ধরনের আচরণের জন্য ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তার ভেরিফায়েড আইডিতে এক পোস্ট করেন তিশা।
এবার তিশার এ বিষয়টি নিয়ে কথা বললেন আরেক অভিনেতা জিয়াউল রোশান। নাম উল্লেখ না করে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন রোশান। তিনি লিখেছেন, ‘দুনিয়া এখন কতো সহজ হয়ে গেছে। মন চাইলো বলে দিলাম। সবাই তার বিপক্ষে চলে গেল।
আবার ক্ষমা চাইলো, সবাই বলল যে সে ভুল বুঝতে পেরেছে ক্ষমা করে দেই। আবার আগের মতো ভালোবাসতে শুরু করলাম।’
এ ধরনের কাজ না করার উপদেশ দিয়ে রোশান লিখেছেন, ‘প্লিজ লল জাতীয় কাজ করবেন না।’
মুক্তির অপেক্ষায় রোশান অভিনীত ‘প্রেম পুরান’, ‘জামদানি’, ‘রিভেঞ্জ’ ও ‘করপোরেট’। এছাড়াও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।