খেলা

পিসিবির নতুন টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ

বিশ্বকাপে ভরাডুবির পর নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একের পর এক পরিবর্তন আসছে পাকিস্তান ক্রিকেটে। গত পরশু দলের সব ফরম্যাটের থেকে অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বাবর আজম। তার ঘণ্টা খানেক পর দুই ফরম্যাটে (টি-টোয়েন্টি এবং টেস্ট) দুই ফরম্যাটে দেশটি নতুন অধিনায়কের নাম ঘোষণা করে। এবার বদলে গেল দলের ডিরেক্টরও।
এতদিন দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মিকি আর্থার। বিশ্বকাপের পর তাকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হলো পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে। শুধু তাই নয় আগামী ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। ঐ সিরিজে প্রধান কোচের দায়িত্বও পালন করবেন হাফিজ। পরবর্তীতে তার সঙ্গে আলোচনা করে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ নিয়োগ করা হবে।
এবারের বিশ্বকাপে ফেভারিট হিসেবে ভারতে পা রেখেছিল পাকিস্তান। আসরের শুরুটাও তেমন ভাবেই করেছিল তারা, প্রথম দুই ম্যাচে জয় নিয়ে নিজেদের আত্মবিশ্বাস তুঙ্গে তুলে নিয়েছিল। তবে তৃতীয় ম্যাচ থেকেই তাদের নিজেদের হারিয়ে খুঁজে পাওয়ার চেষ্টা শুরু। তার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ব্যর্থ হয়ে ফিরে আসে প্রথম আসর থেকেই।
এদিকে আসর চলাকালীন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। অনেকে তো তাকে বাদ দেওয়ারও কথা বলেছিল। তবে দেশে ফিরে বাবর নিজেই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন। তার পদত্যাগের পর পরই হাফিজের পরামর্শেই শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি ও শান মাসুদকে পাকিস্তান দলের টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button