সম্প্রতি রাজনৈতিক আন্দোলনের নামে দায়িত্বরত সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করতে যাচ্ছে ‘সচেতন নারী সাংবাদিক সমাজ’।
আগামী ৩ নভেম্বর (শুক্রবার) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর সারা দেশে বিএনপির রাজনৈতিক কর্মসূচি চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় ঢাকাসহ সারাদেশে কমপক্ষে ৩২ জন সাংবাদিককে হামলা চালিয়ে মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে। পূর্বপরিকল্পিত এই সহিংসতার ঘটনা সাংবাদিকদের দায়িত্বপালন ও স্বাধীনতার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা এবং মুক্ত গণমাধ্যম নীতির অন্তরায়। এ অবস্থা চলতে থাকলে সত্য সংবাদ প্রকাশ সম্ভব নয়।
এতে আরও বলা হয়, এর আগেও মানিক সাহা ও হুমায়ুন কবীর বালুসহ বহু সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে। এসব ঘটনার বিচারকার্য এখনও সম্পন্ন হয়নি। কাজেই ক্রমাগত ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে সাংবাদিকতা পেশা।