জাতীয়

ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হাবিবুর রহমান

বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে তিনি আজ এ দায়িত্বভার গ্রহণ করেন।

সুদীর্ঘ ৩২ বছর ৮ মাসের চাকরি জীবনের ইতি টেনে অবসরজনিত ছুটিতে যাচ্ছেন সদ্য বিদায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হয় খন্দকার গোলাম ফারুকের দীর্ঘ চাকরিজীবনের কর্মযজ্ঞ। এসময় দায়িত্ব গ্রহণ করেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

বিদায়ী ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে আনুষ্ঠানিকভাবে রীতি অনুযায়ী পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে গাড়ি টেনে বিদায় জানান। কমিশনারের বিদায়ের সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা আবেগাপ্লুত হয়ে ওঠেন। এর আগে, বিদায়ী কমিশনারকে বিদায়ী সালাম দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল।

Related Articles

Leave a Reply

Back to top button