খেলা

রেটিং এ একধাপ নিচে নেমে গেছেন সাকিব; ১৪ ধাপ এগিয়ে শান্ত

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয় অনুযায়ী এক ধাপ নিচে নেমে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে  দেখা যায়, বর্তমানে ৫৯১ রেটিং পয়েন্ট নিয়ে ৩৬-এ আছেন এই তারকা ।
সাকিবের জন্য এটা দুঃসংবাদ হলেও নাজমুল হোসেন শান্তর জন্য রয়েছে সুখবর। নিয়মিত পারফরম্যান্সে আইসিসির ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে উঠে এসেছেন শান্ত। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৪৮৫।
অন্যদিকে মুশফিকুর রহিমের অবস্থান (২১ নম্বর) অপরিবর্তিত রয়েছে।
ফরম্যাটটিতে এখনও ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এরপর যথাক্রমে অবস্থান ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল ও দক্ষিণ আফিকার ভ্যান ডার ডুসেন।
বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ৭৯তম স্থানে উঠে এসেছেন পেসার শরিফুল ইসলাম। এই তালিকার শীর্ষে আছেন ভারতের মোহাম্মদ সিরাজ। এরপর অবস্থান জশ হ্যাজলউড ও মুজিব-উর-রহমান। বোলারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। ১৭তম স্থানে আছেন এই বাঁ-হাতি স্পিনার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button