খেলা

সাকিব-তামিম ইস্যুতে যা বললেন মাশরাফি

তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর এবার ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যেখানে শুরুতেই তামিমের প্রসঙ্গ টানেন তিনি।

আজ নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি নিজের বক্তব্য তুলে ধরেন।

মাশরাফি প্রথমে তামিমের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমার কাছে কোনো দিক থেকে মনে হয়নি তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়েছে। তামিমের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরি থাকলে কিছু করার নাই। বোর্ডও তামিমকে নিয়ে কমফোর্ট ছিল। বোর্ড একটা জিনিস ক্লিয়ার করেছে যে, তামিমকে আমরা অধিনায়ক হিসেবে দেখেছি।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরও বলেন, সে জায়গা থেকে তামিম অধিনায়কত্ব আসলে ছাড়া প্রয়োজন ছিল কি না ইনজুরির সঙ্গে মিলিয়ে সেটা তামিমই ভালো বলতে পারবে। বোর্ডের কেউ না কেউ তামিমের সঙ্গে কথা বলেছে। যেখানে সে উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে যাওয়ার পর সে আর দলে থাকতে চায়নি।

মাশরাফি আরও বলেন, বোর্ড ক্লিয়ার করেছে যে, তামিম অধিনায়ক থাকলে বোর্ডের কোনো সমস্যা নাই। এখন পয়েন্ট ছিল তামিমের ইনজুরি। সে জন্য তামিমকে আরেকটু অপেক্ষা করা উচিত ছিল।

এ ছাড়া মাশরাফি বলেন, ‘দলের প্রয়োজনে যে কেউ যে কোনো জায়গায় ব্যাটিং করা লাগতে পারে। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে, সাকিব যেহেতু নেতৃত্বই নিয়েছেই। সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই পরিকল্পনা আছে, এটা আমি তোর সঙ্গে পরে আলোচনা করবো।’

বলেন, ‘তামিম ইকবাল বাংলাদেশের সবচেয়ে এক্সপেরিয়েন্স (অভিজ্ঞ) ওপেনার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পরিসংখ্যানও তার পক্ষে। সবমিলিয়ে তামিম দলে থাকলে ভালো হতো। এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই।’

‘হ্যাঁ, টিম ম্যানেজমেন্ট যেটা চাইবে, তামিমের ইস্যুগুলো কি..। তবে সে কিন্তু দীর্ঘদিন ম্যাচ খেলেনি। না খেলে উঠে এসে হঠাৎ করে নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছে। ইংল্যান্ড থেকে রিহ্যাব প্রক্রিয়া শেষ করে এসে। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিং করার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করেছে। সে কিন্তু ৪৪ রান করেছে এবং য়ার্ল্ড ক্লাস বোলারদের বিপক্ষে। উইকেটটা অতটা সহজও ছিল না। পরিষ্কার বুঝা যায় সে ফর্মে ফিরছে। আমার কাছে মনে হয় ইনজুরি কাটিয়ে সে (তামিম) ভালো অবস্থানে আসছিল।’

‘আমরা যতই আলোচনা করি না কেন, দিনশেষে কোচ, টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এখানে দীর্ঘমেয়াদি আলোচনার কিছু নাই। টিম ম্যানেজমেন্ট তামিমকে নিয়ে নিজেদের অবস্থান হয়তো কিছুটা পরিস্কার করেছে। তামিমও হয়তো বিষয়টা জানাবে (ম্যাশের ভিডিওটি তামিমের গতকালের ভিডিও বার্তার আগে শ্যুট করা)।’

‘আমি শুধু তামিম ইকবালকে নিয়ে দলের হিসেবে এটাই বলবো, অবশ্যই হয়তো টিম ম্যানেজমেন্টের একটা পরিকল্পনা আছে। আমরাও চাই তারা সেটাতে সাকসেস (সফল) হোক। কারণ দিনশেষে এটা বাংলাদেশ টিম।’

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button