রাজনীতি
১৮ সেপ্টেম্বর নতুন কর্মসূচি ঘোষণা হবে: ফখরুল

আগামী ১৮ সেপ্টেম্বর সরকারের পদত্যাগের এক দফা যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সরকার পতনের যুগপৎ আন্দোলনের ধারাবাহিক নতুন কর্মসূচি ১৮ই সেপ্টেম্বর ঘোষণা করা হবে।
বিএনপির মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন নিয়ে কথা হচ্ছে কেন? এটা শুনে আমরা অবাক হয়েছি। গত দুই নির্বাচন কারচুপির মাধ্যমে আওয়ামী লীগকে করতে হয়েছে।এখন দেশে গোটা ব্যবস্থা একটি দলকে ক্ষমতায় নিয়ে আসা।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে এখন প্রমাণিত দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য বিএনপি একদফা দাবি উত্থাপন করা হয়েছে। সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, দয়া করে সাধারণ মানুষের কথা পড়ুন। এখনও সময় আছে সরকারের শুভবুদ্ধির উদয় হোক। প্রতিহিংসা, অহংকার ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।
মির্জা ফখরুল বলেন, সরকার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সরকার একটি গন্ডির মধ্যে আছে, আশেপাশের মানুষ ভুল বোঝাচ্ছে
সরকার আবার নতুন করে গায়েবি মামলা শুরু করেছে, নেতাকর্মীরা আদালতে হাজিরা দিতে ব্যস্ত। নেতাকর্মীরা কেউ বাসায় থাকতে পারে না।
তিনি বলেন, বাংলাদেশের বিচারবিভাগ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে, দলীয়করণ করা হয়েছে। ন্যায় বিচার মিলছে না।
বিএনপির মহাসচিব বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান ও অধিকার পরিচালক এলানকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ইইউ পার্লামেন্টে রেজুলেশন এনেছে, সাজা প্রত্যাহারের কথা বলেছে। বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র নেই সেই কথা তুলে ধরেছে ইইউ পার্লামেন্টে।
আদিলুর রহমান খান ও এলানের সাজা প্রত্যাহারের দাবি করে ফখরুল বলেন, গুম নির্যাতনের তথ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরায়, সোচ্চার থাকায় আদিলুর রহমান খানকে সাজা দেয়া হয়েছে।
তিনি বলেন, সাইবার সিকিউরিটি এক্ট আরও ভয়াবহ। দমবন্ধ পরিবেশ চলছে, এটা থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল ঢাকার কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে দুঃখপ্রকাশ ও ক্ষতিগ্রস্তদের সমবেদনা, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান বিএনপির মহাসচিব।
তিনি বলেন,ঢাকা মহানগরের মার্কেটে আগুন লাগছে। নতুন করে তৈরি করার সুযোগ নিয়ে নিজেদের লোকদের দেয়ার চক্রান্ত চলছে।
সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।