জাতীয়

ভারত থেকে ২০ লোকোমোটিভ উপহার পেল বাংলাদেশ

উপহার হিসেবে ভারতের কাছ থেকে ২০টি পুরানো ডিজেল চালিত ব্রডগেজ লোকোমোটিভ পেলো বাংলাদেশ।
দর্শনা-গেদে ইন্টারচেঞ্জ পয়েন্টে মঙ্গলবার লোকোমোটিভগুলো গ্রহণ করা হয়। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের রেলমন্ত্রী যুক্ত ছিলেন।
প্রতিদিন সারাদেশে ৪০০টি ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে ৫০টি পণ্যবাহী ও অন্যগুলো যাত্রীবাহী। এই ট্রেনগুলো পরিচালনার জন্য রেলওয়ের কাছে সচল লোকোমোটিভ আছে মাত্র ২৭১টি। প্রয়োজনের তুলনায় যা নিতান্তই কম।
এগুলোর মধ্যে আবার ৬৫ শতাংশেরই মেয়াদ নেই। পুরোনো ও জোড়াতালির লোকোমোটিভ দিয়েই চলছে রেলওয়ের যাত্রীসেবা।
উপহারের লোকোমোটিভগুলো পেয়ে কিছুটা হলেও রেলের এ সংকট কাটবে বলে মনে করছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘ইতোমধ্যে ইঞ্জিনের কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ইঞ্জিনগুলো গড় আয়ুস্কাল আছে ৮ থেকে ১০ বছর।’
এ সময় ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘এই উপহারের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরো মজবুত হবে। পাশাপাশি ভারত বাংলাদেশ রেল যোগাযোগ আরো সহজ হবে।’
এর আগে, ২০২০ সালের জুলাই মাসে ভারত ১০টি লোকোমোটিভ উপহার দিয়েছিল। এ নিয়ে গত তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে লোকোমোটিভ দিলো ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button