জাতীয়

দুর্নীতির দায়ে নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালকে প্রত্যাহার

উপকূলীয় এলাকায় সাতটি রেডিও স্টেশন ও লাইটহাউজ প্রকল্পে আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর নিজামুল হককে প্রত্যাহার করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন কমডোর মোহাম্মদ মাকসুদুল আলম।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানায়, অনুমোদন ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছয় কোটি ৩৭ লাখ টাকা বিল পরিশোধের অভিযোগ প্রমাণিত হয়েছে নিজামুল হককে বিরুদ্ধে।
এর আগে ২৬ এপ্রিল অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিকের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে মন্ত্রণালয়ের। তাদের সুপারিশের ভিত্তিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।এছাড়া উপ-প্রকল্প পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক কিছু অভিযোগেরও সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।
২০১৪ সালে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় কাজ শুরু হয় ২০১৮ সালের সেপ্টেম্বরে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭ শো ৭৯ কোটি ৪৯ লাখ টাকা। এরমধ্যে বাংলাদেশের ৪শো ৯০ কোটি ৪৭ লাখ টাকা। কোরিয়ান সরকার ২৮৯ কোটি ১ লাখ টাকা। বাকিটা বাংলাদেশের। প্রকল্পের মেয়াদ বেড়েছে তিন দফা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button