খেলা

আইপিএলের ফাইনালে সাকিবের কলকাতা

অনেক বাধা পেরিয়ে আইপিএলের ফাইনালে উঠলো সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স।

দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর দিল্লিকে ৩ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট পেয়েছে কলকাতা। অপরদিকে প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংস ও পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতার কাছে পরাজিত হয়ে আইপিএলের এবারের আসরে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করলো গত আসরের রানার্সআপ দিল্লি।

বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৩৫ রানে থেমে যায় দিল্লির ইনিংস। জবাবে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন কলকাতার দুই ওপেনার শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ার। দুজনকে খেলতে দেখে মনে হচ্ছিলো, পুরো ১০ উইকেটেই জিতবে কেকেআর।

কিন্তু ৯৬ রানের উদ্বোধনী জুটির পরেও ম্যাচ জিততে শেষ ওভারে যেতে হয়েছে কলকাতাকে। দারুণ শুরুর পরেও একসময় জেতা ম্যাচ হারতে বসেছিল তারা। শেষপর্যন্ত ২০তম ওভারের পঞ্চম বলে রাহুল ত্রিপাঠির ছয়ের মারে হাফ ছেড়ে বাঁচে কেকেআর সমর্থকরা। এক বল আগে ম্যাচ জিতে নেয় কলকাতা, পেয়ে যায় ফাইনালের টিকিট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button