আন্তর্জাতিক

জাপানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

জি-২০ জোটের সম্মেলনে যোগ দিতে জাপানে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর: দ্য গার্ডিয়ানের।

আজ শনিবার (২০ মে) ফ্রান্সের সরকারের একটি বিমানে করে হিরোশিমা শহরে আসেন তিনি।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ফ্রান্স, ইতালি ও জার্মানিকে নিয়ে গঠিত জি-৭ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি। দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা আক্রমণ চালানোর জন্য এ দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কাছে আরও অস্ত্র সহায়তা চাইবেন তিনি।

জাপানের স্থানীয় সময় বিকালে জেলেনস্কিকে বহনকারী বিমানটি হিরোশিমায় অবতরণ করে। এ সময় বিমানবন্দরের ভেতরে ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জাপানে পৌঁছানোর পরই একটি টুইট করেন জেলেনস্কি। এতে তিনি লিখেছেন, ‘জাপান, জি-৭, ইউক্রেনের বন্ধু ও মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। আমাদের বিজয়ের জন্য নিরাপত্তা ও আরও বেশি সহযোগিতা, শান্তি আজ আরও নিকটবর্তী হবে।’

এদিকে, জেলেনস্কি জাপানে আসার আগে যুক্তরাষ্ট্র জানায়, তারা ইউক্রেনকে এফ-১৬ এর মতো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে। মার্কিন প্রশাসন সম্মতি দেওয়ায় এখন যেকোনো মিত্র দেশ চাইলেই ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে পারবে। এতে তারা কোনো ধরনের বাধাপ্রাপ্ত হবে না।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button