খেলা

চার বছর পর আইপিএলে শতকের দেখা পেল কোহলি

দীর্ঘ ৪ বছর পর আইপিএলে এক শতক হাঁকিয়েছেন বিরাট কোহলি।
বৃহস্পতিবার (১৮ মে) রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কোহলির শতকে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে। যেখানে ৬৩ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কিং কোহলি। যেখানে ১২টি চারের পাশে ছিল ৪টি ছয়।
আগে ব্যাট করতে নেমে হেনরি ক্লাসেনের অনবদ্য শতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট ১৮৬ রান সংগ্রহ করে হায়দরাবাদ। ফাফ ডু প্লেসি ও কোহলির ১৭২ রানের জুটিতে হেসে খেলে জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই পয়েন্ট তালিকার ৪ নম্বরে উঠে এসেছে আরসিবি।
এই ম্যাচের আগে আইপিএলে কোহলির সবশেষ সেঞ্চুরিটি ছিল ২০১৯ সালে। ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৮ বলে করেছিলেন ১০০ রান। দীর্ঘ ৪ বছর আবারো শতকের দেখা পেয়েছেন কোহলি। সব মিলিয়ে আইপিএলে সাবেক ভারতীয় অধিনায়কের সেঞ্চুরি সংখ্যা ৬টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button