জাতীয়

তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপি চিঠি দিলে আলোচনা করে দেখতাম : ইসি আলমগীর

নির্বাচন কমিশন (ইসি) সংলাপের প্রস্তাব দিয়ে বিএনপিকে দুই দফা চিঠি পাঠিয়েছে। তবে দলটি ইসির সংলাপে অংশ নেয়নি। আবারও বিএনপিকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি। এর পেরিপ্রেক্ষিতে বিএনপি নেতারা বিভিন্ন সভা-সমাবেশ ও গণমাধ্যমে বক্তব্য দিয়ে জানিয়েছেন, ইসি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে আলোচনা করতে চায়, তাহলে তারা ভেবে দেখবেন।

বিএনপির এমন বক্তব্যের বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেন, ‘এ বিষয়ে (তত্ত্বাবধায়ক সরকার) তারা (বিএনপি) আমাদের কিছু বলেননি। এটি যদি আমাদের চিঠি দিয়ে তারা বলতেন, তাহলে আমরা আলোচনা করে দেখতাম।’ বুধবার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি মো. আলমগীর বলেন, ‘উনারা (বিএনপি) তো এ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। কমিশন গঠনের পরে সব রাজনৈতিক দলের সঙ্গেই তো আমাদের কাজ। প্রত্যেকটা দলের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হবে। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবো। এটিই আমাদের কাজ।

তিনি বলেন, ‘একবার চিঠি দেওয়া হয়েছে, উনার (বিএনপি) আসেনি। আরেকবার চিঠি দেওয়া হয়েছে, তবুও আসেনি। আমরা তৃতীয়বার চিঠি দিলাম, যদি তারা আসেন। আর উনাদের রাজনৈতিক বক্তব্যের বিষয়ে কমিশনের কোনো মন্তব্য নেই, সেটি চিঠিতেও বলা আছে।’

মো. আলমগীর বলেন, ‘রাজনৈতিক দল তো স্বাধীন। দেশের প্রচলিত আইন অনুযায়ী- যেকোনো সিদ্ধান্ত তারা নিতে পারেন। উনারা যদি মনে করেন যে, আমরা এ বিষয় নিয়ে আলোচনায় আগ্রহী, সেটি আমাদের বললে আমরা বসবো। যদি আমরা দেখি আলোচনা করা যেতে পারে, তাহলে আলোচনা করুক। আমাদের কিছু করণীয় থাকলে অবশ্যই শতভাগ চেষ্টা করবো তা করার জন্য।’

তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে জোর করে নির্বাচনে আনার আইনগত অধিকার ইসির দেওয়া হয়নি। কোনো দল কৌশলগত কারণে নির্বাচনে না আসলে কমিশনের কি কোনো ক্ষমতা আছে, তাকে জোর করে আনার? হ্যাঁ, কমিশনের যেটা আইনে আছে, সেটা হলো কোনো দল যদি পরপর দুবার নির্বাচন বর্জন করে, তাহলে তাদের নিবন্ধন বাতিল করে দিতে পারে কমিশন। কিন্তু কোনো দল যদি নির্বাচনে না আসে, কমিশনের তো কোনো কিছু করার নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। বিষয়টি নজরে আনা হলে তিনি বলেন, ‘একটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত আছে। সেটা তো তারা করতেই পারেন। আমরা তো আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আইনগতভাবে যা যা করা সম্ভব, তার কোনোটার চেষ্টার ত্রুটি করছি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button