জাতীয়

ঘূর্ণিঝড় মোখা’র গতিবেগ ১৭৫ কি.মি হতে পারে

ঘূর্ণিঝড় মোখা রবিবার (১৪ মে) দুপুরে দেশের উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ওই সময় বাতাসের গতিবেগ ১৭৫ কিলোমিটার থাকতে পারে।
শুক্রবার (১২ মে) ঘূর্ণিঝড় মোখা’র সবশেষ অবস্থান তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আবহাওয়া অধিদফতরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত সুপার সাইক্লোন হওয়ার আশঙ্কা নেই। তবে ‘মোখা’ সিডরের মতো আই ফরমেশন বা চোখাকৃতির দিকে এগোচ্ছে। উপকূলের দিকে এগিয়ে আসার গতি ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটারের মধ্যে।’
আজিজুর রহমান আরও বলেন, ‘এমন গতি অব্যাহত থাকলে আগামী রবিবার দুপুর নাগাদ উপকূলে আঘাত হানতে পারে মোখা। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সন্ধ্যা নাগাদ উপকূলে বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হবে। উপকূলে আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার।’
তিনি জানান, এখন পর্যন্ত ঝুঁকিতে আছে পুরো চট্টগ্রাম বিভাগ।
তাপমাত্রা ও বৃষ্টিপাত নিয়ে তিনি বলেন, আজ (শুক্রবার) থেকে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে। কাল (শনিবার) থেকে সারা দেশেই বেড়ে যাবে বৃষ্টিপাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button