জাতীয়রাজনীতি

১৪ দলের দায়িত্ব দায়িত্বে আমির হোসেন আমু

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের নতুন দ্বায়ীত্বে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। তাকে এ দায়িত্ব দেয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ।

বুধবার (০৮ জুলাই) দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমি সবসময়ই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে নানা আন্দোলন-সংগ্রামে ছিলাম। আমার স্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় কিছুদিন গ্যাপ ছিল। আজ নেত্রী ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিলেন আমাকে। এর জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।’

জোটের নতুন এই মুখপাত্র আরও বলেন, ‘এর আগে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্বে ছিলেন জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ১৪ দলীয় জোট পরিচালনা করেছেন। নানা কর্মসূচি দিয়ে সবসময় শরিক দলগুলোকে সক্রিয় রেখেছেন। আজ তিনি নেই। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

সারা দেশে করোনা ভাইরাস মহামারি চলছে। এই দুঃসময়ে ক্ষমতাসীন জোটের দায়িত্ব পাওয়ার পর নিজের ভূমিকা প্রসঙ্গে আমির হোসেন আমু বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শরিক দলগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে প্রাসঙ্গিক কর্মসূচি দেবো। বর্তমানে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে। সেখানেও জনকল্যাণকর কর্মসূচি দিয়ে মানুষের পাশে থাকবো।’

গত ১৩ জুন মোহম্মদ নাসিমের মৃত্যুতে পদটি শূন্য হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button