বিনোদন

গুলশান থানায় শাকিব খান

এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

শনিবার (১৮ মার্চ) রাতে একজন আইনজীবীসহ থানায় যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহনুর রহমান বলেন, চিত্রনায়ক শাকিব খান বর্তমানে থানায় অবস্থান করছেন। তিনি একটি অভিযোগ করবেন বলে শুনেছি। তবে কার বিরুদ্ধে করবেন তা এখনো জানা যায়নি। অভিযোগ আমাদের হাতে এলে পরে জানা যাবে।

রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান মডেল থানায় গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তবে থানা থেকে শাকিবকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এরপর সেখান থেকে বেরিয়ে শাকিব খান সাংবাদিকদের বলেন, আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে আদালতে মামলা করার জন্য।

শাকিব খান বলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কি না আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন। যেহেতু ভুয়া অভিযোগ এসেছে, আমি আইনি পদক্ষেপ নিতে থানায় এসেছি।

গুলশান থানায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপের পর তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এমনটাই জানিয়ে শাকিব বলেন, আমি এখানকার (গুলশান থানা) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। তাই আমি আগামীকাল আদালতে মামলা করতে যাবো।

অস্ট্রেলিয়ায় শাকিবের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সে সম্পর্কে ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ অভিনেতা বলেন, অস্ট্রেলিয়ার আইন কি এতই দুর্বল যে আমার বিরুদ্ধে সেখানে মামলা হলে বিচার ছাড়াই আমি বাংলাদেশে চলে আসতে পারবো? আপনারা খোঁজ নিয়ে দেখুন, যে মামলা নম্বর উনি উল্লেখ করেছেন সেটি ভুয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button