খেলালিড স্টোরি
আজ বাংলাদেশের মুখোমুখি আয়ারল্যান্ড

ইংল্যান্ডের সাথে লড়াইটা ভালোই কাটালো টাইগার দল। একেবারে বাংলা ওয়াস করে করেছে ইংরেজ দলদের। এবার প্রস্তুতি আয়ারল্যান্ডের জন্য। আইরিশদের বিরুদ্ধে নিজেদের সেরা পারফরমান্সটা দিতে মাঠে নামবে আজ টাইগাররা ।
সেই লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শনিবার (১৮ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।
যদিও ম্যাচের আগে বাংলাদেশ দলের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একাধিক খেলোয়াড়ের চোট। আঙ্গুলের চোটে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন জাকির হাসান। জ্বরে ভুগছেন অধিনায়ক তামিম ইকবাল। যদিও আজ অনুশীলন করেছেন, তবে অধিনায়ককে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। অনিশ্চয়তা আছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়েও। এ ছাড়া অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোখে-মুখে চোট পেয়েছেন তিনি।
আইরিশ দলে তেমন কোনো অসুবিধা নেই। তারাও বেশ হাক দিয়ে মাঠে নামবে বলে বুঝা যাচ্ছে। এদিকে ম্যাচে জয় নিয়ে বেশ আশাবাদি বাংলাদেশ।