বিনোদনসাহিত্য ও বিনোদন

যানজটে অতিষ্ঠ হয়ে কি বললেন চঞ্চল চৌধুরী

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী যানজটে অতিষ্ঠ হয়ে এর থেকে মুক্তির জন্য কোনো পদক্ষেপ নেয়া যায় কিনা, মেয়রের কাছে সেটা জানতে চেয়েছেন।

সোমবার (১৩ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেন চঞ্চল।

সেই পোস্টে তিনি লিখেন, ‘খুব আফসোস হয়, ছোটবেলায় আমাদের বাবা-মা কোনোদিনই স্কুলে আনা-নেয়া করেননি। গ্রামের স্কুল তো, দল বেঁধে সব ছেলে-মেয়ে একসঙ্গে, এক মাইল হেঁটে স্কুলে যেতাম-আসতাম। ঢাকা শহরের বাবা-মায়েদের জন্য এটি একটি কঠিনতম কাজ। সন্তানকে স্কুলে আনা-নেয়া, কোচিংয়ে আনা-নেয়া এই করতেই তো দিন শেষ। তারপর প্রতিদিনের অবিস্মরণীয় জ্যাম!’

‘বাবা-মায়ের এই কষ্টটুকু যদি অন্তত সব সন্তান বুঝতো, তারা একটু হলেও শান্তি পেত। আর ঢাকা শহরে সন্তানের পড়ালেখার খরচ চালানোর ব্যাপারটা তো বলারই অপেক্ষা রাখে না। আমার বিশ্বাস, আমাদের বাবা-মা আমাদের মানুষ করার জন্য যে যুদ্ধ করেছেন, আমরা তাদের চেয়ে বেশি বৈকি কম যুদ্ধ করছি না আমাদের সন্তানকে মানুষ করার জন্য ‘

তিনি বলেন, ‘অবশ্য যেসব অতি বিত্তশালী বাবা-মা, শুধুই বাসার ড্রাইভার বা কাজের বুয়াকে দিয়ে তাদের সন্তানকে স্কুলে আনা-নেয়া করান, তাদের কথা আলাদা।’

‘মনপুরা’ সিনেমার অভিনেতা আরও বলেন, ‘কোনো প্রতিদান চাই না কারো কাছে। শুধু নগরপিতার কাছে প্রার্থনা, রাস্তার জ্যামটা কমানোর জন্য কি কোনো আশু পদক্ষেপ নেয়া যায়? যে কোনোভাবে সঠিক নিয়মে ঢাকা শহরের গাড়িগুলো চালানোর ব্যবস্থা করা যায় না? যেহেতু প্রয়োজনীয় কর পরিশোধ করেই এ শহরে থাকি, আমার এ চাওয়াটুকু মনে হয় অহেতুক নয়। প্রতিদিনের জ্যামে ওষ্ঠাগত প্রাণ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button