জাতীয়প্রযুক্তিফিচারশুক্রবারের বিশেষ

এ যাবতকালের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী বেসিস সফটএক্সপো ২০২৩

‘‘নিজেদের জীবনকে আরো কতভাবে স্মার্ট করা যায়; সেই সাথে আমাদের দেশ কতভাবে ডিজিটাল দেশ হিসেবে পরিণত হচ্ছে, সে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি বেসিস সফটএক্সপো-তে এসে।’’

কথাগুলো বলছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী মেহেরুন আন্নী।

তারই সহপাঠী শিশির আহসান বললেন, ‘‘গত বছরেও এই প্রদর্শনীতে আমরা ফ্রেন্ডরা মিলে এসেছিলাম। এখানকার নতুন নতুন আবিস্কারের তথ্যগুলো আমাদের আকৃষ্ট করেছিলো।  গতবারের সেই আকর্ষণ থেকেই এবারোও আসা।  এবং এরপরেও প্রতিবারই আসবো।  কারন প্রতি বছরেই নতুন নতুন আবিস্কার আসবে।  ’’

‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’ শুরু হয়েছে  বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে। আর এই এক্সপো নিয়েই এতো আগ্রহ তরুণদের।

কৃষি, শিক্ষা, গার্মেন্টস খাত, বাণিজ্য কিংবা দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে কতভাবে প্রযুক্তির আবিস্কার ও ব্যবহার চলছে, তার দেখা মেলে এই প্রদর্শনীতে।

 

রেস্টুরেন্টে খেতে বসে, বার বার উঠে গিয়ে খাবারের অর্ডার দিতে হবেনা।  যে টেবিলে বসবেন, সেটাতে বসেই দেয়া যাবে খাবারের অর্ডার।  এমনকি সেই টেবিলে বসেই গেম খেলাও উপভোগ করতে পারবেন।  বেসিস সফটএক্সপো এমনই এক স্মার্ট টেবিল প্রদর্শন করেছে আইটি প্রতিষ্ঠান ‘‘নেক্সট আইটি’’।  প্রতিষ্ঠানটির পরিচালক মৃত্যুঞ্জয় দাস বলেন, ‘‘ আমাদের দেশের রেস্টুরেন্টগুলোকে আরো বেশি আধুনিকায়ন করার লক্ষ্যে এ স্মার্ট টেবিল তৈরি করা হয়েছে।  যেখানে কাস্টমাররা বিরক্ত হবে না।  খাবার আসার অপেক্ষার মধ্যে গেমস খেলতে পারবে।  চিৎকার করে ওয়েটারকে ডাকতে হবেনা।  টেবিলে বসেই ওয়েটারকে কল করার সিস্টেম করে দেয়া হয়েছে। ’’

ফসলের ক্ষয়ক্ষতি রক্ষা করার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে সফটওয়্যার বিষয়ও প্রদর্শীত হয়েছে মেলায়।  যা থেকে কৃষক বিভিন্ন ফসল ও কৃষি পণ্যের রোগ-বালাই সম্পর্কে জানতে পারবে।  আরো এ জন্য কি কি ধরনের অসুধ ও রাসায়নিক প্রয়জন, সে সম্পর্কেও জানতে পারবে।  প্রযুক্তি বিজ্ঞানী হাসান রহমান রতন এমনই এক আবিস্কারের কথা বলেন, মাছের চাষ কিভাবে করা যায়, কখন অষুধ দিতে হবে। কি অষুধ দিতে হবে, এ সম্পর্কিত ধারণা বাংলায় জানাতে আনা হয়েছে বিশেস সফটওয়্যার।

পোশাক শিল্পে অটোমেশনের ব্যবহার বাড়াতে বিশেষ এক ধরনের রোবটের প্রদর্শন দেখা যায় মেলায়।  এই রোবট পোশাকের রং ও ধরণ অনুযায়ী আলাদা আলাদা বাক্সে প্যাকেট বন্দি করতে পারদর্শী।

স্মার্ট বাংলাদেশ এগিয়ে নিতে সবক্ষেত্রে দেশি সফটওয়্যারের ব্যবহার বাড়াতে পণ্যের প্রদর্শনী করছে অনেকেই।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজিত এই প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা, সম্ভাবনা ও উদ্ভাবনকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।  এমন তথ্য দিয়ে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘‘এবারের বেসিস সফটএক্সপো দেশের এযাবতকালের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ।’’

রাসেল টি আহমেদ বলেন, ‘সম্পূর্ণ বেসরকারি খাতের উদ্যোগে এমন বৃহৎ পরিসরে কোনো তথ্যপ্রযুক্তি প্রদর্শনী এর আগে অনুষ্ঠিত হয়নি। স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সক্ষমতা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। আমাদের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রণী ভূমিকাতেই ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়িত হয়েছে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয়ের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে ‘স্মার্ট বাংলাদেশ’-এ রূপান্তর করা।  এক্ষেত্রে একমাত্র শক্তিশালী অংশীদার হিসেবে বেসিসই পারবে সেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে।

মেলায় আসা দর্শনার্থী রাজু আহমেদ বলেন, ‘‘ আমি পেশায় ব্যবসায়ী।  প্লাস্টিকের ফার্নিচার ও আসবাবপত্রের ব্যবসা করি। পাশাপাশি ফুড কোর্ট এর ব্যবসাও আছে।  আমি দেখতে এসেছিলাম, আমার ব্যবসাকে আরো আকর্ষণীয় করতে কোনো ধরনে প্রযুক্তি আছে কিনা, যা আমি ব্যবহার করতে পারবো।  এখানে এসে তেমন অনেক কিছুই মিললো।  মোট কথা বলা যায়, প্রধানমন্ত্রী আমাদের যে স্মার্ট দেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, তার চিত্রই এখানে দেখা যায়। ‘’

রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চার দিনব্যাপী এবারের এবারের বেসিস সফটএক্সপো । সফটএক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আগ্রহীরা বেসিস সফটএক্সপোর অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিনামূল্যে নিবন্ধন করে প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।

আয়োজকরা জানিয়েছেন, ইতিমধ্যেই দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে সফটএক্সপো উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। এছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ শাটল বাস সেবার ব্যবস্থা রাখা হয়েছে। সেই সঙ্গে থাকছে গেমিং জোন, বিজনেস লাউঞ্জ, ফুড কোর্ট ও কনসার্ট।

 

ফারহানা নীলা

সিনিয়র রিপোর্টার

নিউজ নাউ বাংলা.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button