খেলা

অধিনায়কের হ্যাটট্রিকে ফাইনালে বাংলাদেশ!

ভুটানকে ৫-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ ফাইনালে উঠেছে বাংলাদেশ। একইদিনে ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

কমলাপুর স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নেপালের জয়ে ভুটানের বিপক্ষে বাংলাদেশের সমীকরণটা সহজ হয়ে গিয়েছিল। ফাইনালে যেতে ভুটানের সঙ্গে ড্র হলেই চলতো। সে ম্যাচে অধিনায়ক শামসুন্নাহারের হ্যাটট্রিকে দাপুটে পারফরম্যান্স দেখিয়েই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম গোল পায় খেলার ২২ মিনিটে আকলিমার পায়ে। গোলটি তাঁকে বানিয়ে দেন শামসুন্নাহার। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে তাঁর মাপা কাট ব্যাক ছিল, আকলিমা প্লেসিং শটে তা জালে জড়িয়েছেন। পরের মিনিটেই সেই একইরকম গতিতে বাঁ দিক দিয়ে বক্সে ঢোকার মুখে ফাউলের শিকার হন শামসুন্নাহার। ফলে পেনাল্টি পায় বাংলাদেশ। তবে শাহেদা আক্তার সে সহজ সুযোগটা নষ্ট করেন বাইরে মেরে। তবে এতে দমে যায়নি বাংলাদেশ, এবার শামসুন্নাহার নিজেই কর্নার থেকে হেডে ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পরও বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার বারবার হানা দিতে থাকেন ভুটানের গোল মুখে। ৫৩ মিনিটে চোখ ধাঁধানো শটে তাঁর দ্বিতীয় এবং বাংলাদেশের তৃতীয় গোল। এবার ডান দিক দিয়ে ক্ষিপ্র গতিতেই ভুটানি ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের ওপর থেকে কোনাকুনি শট নেন। দূরের পোস্টে লেগে তা জালে। ৬০ মিনিটে আকলিমা করেন নিজের দ্বিতীয় গোল। মাঝমাঠ থেকে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে বল জালে ঠেলেদেন তিনি। স্কোর তখন ৪-০। শামসুন্নাহার হ্যাটট্রিক পূরণ করে সেটিই ৫-০ করেছেন।

পুরো ম্যাচে শামসুন্নাহারের নজরকাড়া পারফরম্যান্সে মুগ্ধ ছিল প্রতিপক্ষ ভুটানও।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button