জেলার খবর

বাগেরহাটে শিবিরের হামলায় ৫ পুলিশ আহত, গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট সদরের সৈয়দপুর গ্রামে শিবিরের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ জেলা ছাত্র শিবিরের সভাপতি মো: আরিফসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে শিবিরের গোপন বৈঠক চলাকালে পুলিশ উপস্থিত এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক (নি:) এস এম আশরাফুল আলম রাত পৌনে নয়টার দিকে জানান, সৈয়দপুর গ্রামে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের সংবাদ পেয়ে চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালায়। তখন অস্ত্রধারী দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা করে। এতে ৫ পুলিশ সদস্যসহ পুলিশকে সহায়তাকারী আজমল ফকির নামে এক ব্যক্তি আহত হয়। একপর্যায়ে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও একটি পিস্তলসহ পাঁচজন দুর্বৃত্তকে পুলিশ আটক করে। আহত পুলিশ সদস্যদের বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় পৃথক ২ টি মামলা দায়ের করা হচ্ছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button