জেলার খবর

কিশোরগঞ্জে সাবেক ইউপি সদস্য হত্যায় ৩ জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক ইউপি সদস্য র‌ফিকুল ইসলাম ওরফে রতন হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়া‌রি) দুপুরে কিশোরগ‌ঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আসা‌মিদের উপ‌স্থি‌তি‌তে এ রায় দেন। এ সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোস্তফা ভূঁইয়াকে এক লাখ টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ২ মা‌সের সশ্রম কারাদণ্ড দেন বিচারক।

তবে রায় ঘোষণার আগে একজন অভিযুক্ত মৃত্যুবরণ করায় মামলা থেকে আগেই অব্যাহতি দেন আদালত। এ ছাড়া রায় ঘোষণার সময় অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হলেন- কটিয়াদী উপজেলার মধ্য ভাট্রা গ্রা‌মের মৃত সিন্দু ভূঁইয়ার ছেলে মো. ফোরকান ভূঁইয়া (৪৮), জমশেদ ভূঁইয়ার ছেলে মো. শাহেদ ভূঁইয়া (৩৪) ও মৃত ধলু ভূঁইয়ার ছেলে মো. এ্যাংগু ভূঁইয়া (৫৮)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি একই এলাকার জমশেদ ভূঁইয়ার ছেলে মো. মোস্তফা ভূঁইয়া (৪৬)।

মামলার বিবর‌ণে জানা যায়,  পূর্ব শত্রুতার জের ধ‌রে ২০১৩ সা‌লের ২৯ আগস্ট রা‌তে ক‌টিয়াদী উপ‌জেলার করগাঁও ভাট্টা বাজার থে‌কে বা‌ড়ি ফেরার প‌থে মধ‌্যভাট্টা এলাকার সা‌বেক ইউপি সদস‌্য র‌ফিকুল ইসলাম ওর‌ফে রতন ভূঁইয়া‌কে রাস্তায় ক‌ুপি‌য়ে গুরুতর জখম ক‌রেন আসা‌মিরা। তা‌কে উদ্ধার ক‌রে আশঙ্কাজনক অবস্থায় বা‌জিতপু‌রের জহুরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

পরে সেখান থে‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য পাঠা‌নো হ‌লে ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় ওই বছরের ৫ সেপ্টেম্বর তার মৃত‌্যু হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আনার ভূঁইয়া বাদী হয়ে ৩০ আগস্ট ক‌টিয়াদী থানায় ৬ জনকে আসা‌মি করে এক‌টি মামলা দায়ের করেন।
পু‌লিশ তদন্ত শেষে ২০১৪ সালের ৮ জানুয়া‌রি আসা‌মিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দা‌খিল করে। রায় ঘোষণার আগে মৃত্যুবরণ করায় মামলার আসা‌মি জমশেদ ভূঁইয়াকে অভিযোগ থে‌কে অব‌্যাহ‌তি দেয়া হয়। এ ছাড়া বয়স কম হওয়ায় অপর আসা‌মি আহাম্ম‌দের বিচার কাজ করার জন‌্য নারী ও শিশু নির্যাতন ট্রাইব‌্যুনা‌লে পাঠানো হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে‌ জজ কোর্টের পি‌পি অ্যাড. আবু সাঈদ ইমাম বলেন, এতে ন‌্যায় বিচার প্রতি‌ষ্ঠিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button