
আন্তর্জাতিক
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার
তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৮৩ ছাড়িয়েছে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ উদ্ধার অভিযানে সহায়তার জন্য দল পাঠিয়েছে এবং তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে যে এখন ২৪ হাজার ৪০০ জনেরও বেশি জরুরি কর্মী উদ্ধার কাজে রয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, ভূমিকম্পটি তুরস্কের গাজিআন্তাপ প্রদেশের নুরদাগি জেলার ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ঘণ্টা খানেক পর ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এরপর আরও কয়েকটি কম্পন অনুভূত হয়।