খেলা
আর্জেন্টিনা ফুটবল লিগে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের আবেগ-উন্মাদনা ও ভালোবাসা এবারের কাতার বিশ্বকাপে পুরো বিশ্ববাসী দেখেছে। তাই বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে ভুল করেনি আর্জেন্টাইনরা।
বিশ্বকাপের সময় বাংলাদেশিদের ভালোবাসা দেখে সুদূর আর্জেন্টিনা থেকে এক সাংবাদিক এসে লাল-সবুজের দেশে আলবিসেলেস্তেদের প্রতি এতো আবেগ-মন্মাদনা সব কিছু দেখে একটি প্রতিবেদন তৈরি করে গিয়েছেন।
বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার অ্যাকাউন্ট থেকেও বাংলাদেশকে নিয়ে পোস্ট করা হয়েছিল।
এবার আর্জেন্টিনার এক লিগের ম্যাচের আগে বাংলাদেশের পতাকা নিয়ে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে। আর্জেন্টিনার লিগের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি দিয়ে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’