জেলার খবর

সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা প্রতিনিধি:

সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতাবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশ হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ফ্রেবুয়ারি) সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সভাপতি মল্লিক শুধাংসুর সভাপতিত্বে ও সময় টিভির খুলনা ব্যুরো প্রধান
আব্দুল্লাহ আল মামুন রুবেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস.এম জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মামুন রেজা, প্রথম আলোর খুলনা প্রতিনিধি শেখ আল এহসান, একাত্তর টিভির রকিব উদ্দীন পান্নু, বাংলা নিউজের  মাহবুবুর রহমান মুন্না, নিরাপদ সড়ক চাই আন্দোলনের এম.এম বিপ্লব হোসেন, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নুর হাসান জনি, চ্যানেল খুলনার সিও হাসানুর রহমান তানজির, সময় টিভির খুলনা প্রতিনিধি বেলাল হোসেন সজল, তানজিম আহমেদ, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ্ মামুনুর রহমান তুহিন প্রমুখ।

মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় মাহবুবুর রহমান মুন্না বলেন, সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছে। সরকারের কাছে দাবি জানাই, পুলিশি হয়রানি বন্ধ করে সাংবাদিকদের মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক। পাশাপাশি মিথ্যা হয়রানিমূলক সকল মামলা থেকে সাংবাদিকদের মুক্তি দেওয়া হোক।

রকিব উদ্দীন পান্নু বলেন, প্রধানমন্ত্রী-আইনমন্ত্রী সকলে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোন হয়রানি করা হবে না তবুও প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সুনির্দিষ্ট পরিকল্পনা করে মুজতাবা দানিশের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধেই শুধু ব্যবহার হচ্ছে এ ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা-উপধারা।

বক্তব্যে মামুন রেজা বলেন, সাংবাদিকরা যেন কোন অনুসন্ধানী নিউজ করতে না পারে সেজন্য এসব মামলা করা হয় এটিও তার ব্যতিক্রম নয়। পুলিশ মুজতাবা দানিশের গ্রামের বাড়ি, অফিসে গিয়ে অপেশাদার সুলভ আচারণ করছে তা কোন ভাবেই কাম্য নয়৷

এস.এম নজরুল ইসলাম বলেন, দুর্নীতি করবে, স্বজনপ্রীতি করবে তবুও তাদের বিরুদ্ধে নিউজ করা যাবে না। করলেই এই আইনের ধারা, উপধারায় মামলা করা হচ্ছে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের রিপোর্ট করে তাদের বিপক্ষে গেলেই তারা হামলা করছে, মামলা করছে৷ এতে অতি উৎসাহী হয়ে কিছু পুলিশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

সভাপতির সমাপনী বক্তব্যে মল্লিক শুধাংসু বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন যেটি করা হয়েছে তার বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে সংশোধনের দাবি তুলেছি। আমরা দাবি করেছি, সাংবাদিকরা যেন হয়রানি না হয় সেদিকে সরকারকে লক্ষ রাখার জন্য। যারা দেশের উন্নয়ন চায় না, দুর্নীতি করে টিকে থাকতে চায় তারা পুলিশের মধ্যে লবিস্ট নিয়োগ দিয়েছে কিনা সেটা তদন্ত করার প্রয়োজন। কোন সাংবাদিক অন্যায় ভাবে মিথ্যা রিপোর্ট করুক এটা আমরাও চাই না। তবে সঠিক তথ্য তুলে ধরে কোন সংবাদ প্রকাশ করলে কোন সাংবাদিক যেন হয়রানি না হয় তার জন্য সরকারের নিকট আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, গত বছর ৮ আগস্ট ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে চার সদস্যের কমিটি গঠন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয় সময় টিভিতে। পরে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তুলে এ মামলা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button