জেলার খবর

বাউফলে বিদ্যালয় মাঠে নির্মাণ সামগ্রির ব্যবসা

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী-কাঠীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্মাণ সামগ্রির ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার পালের ভাই অসীম কুমার পাল প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে বিদ্যালয় মাঠ দখল করে এ ব্যবসা করছেন। অসীম কুমার পাল ঠিকাদারী ব্যবসা করেন। বিদ্যালয়ের মাঠে তার ব্যবসার উপকরণ রেখে পাইলিংয়ের জন্য আরসিসি পিলার তৈরি করছেন। এসব পিলার তিনি বাজারে বিক্রি করেন। আবার নিজের ঠিকাদারি কাজেও ব্যবহার করেন। দীর্ঘদিন থেকে মাঠ দখলের পর নির্মাণ ব্যবসা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মামুন জানায়, র্দীঘদিন থেকে মাঠ দখল করে রাখায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। অভিভাবক আবু কালাম বলেন, প্রধান শিক্ষক অরুন কুমার পালের আপন ভাই ঠিকাদার অসীম কুমার পাল। এ কারণে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। প্রতিবাদ করলে তাদের সন্তানদের উপর প্রভাব পড়বে।

অবশ্য ঠিকাদার অসীম কুমার পাল বলেন, আমি শিগগিরই মাঠ থেকে সব মালামাল সরিয়ে নেব। প্রধান শিক্ষক অরুন কুমার পাল বলেন, মাঠ থেকে সব মালামাল সরানোর জন্য আমি আমার ভাইকে নির্দেশ দিয়েছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, মাঠ দখল করে ব্যবসার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button